রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে 'জনগণের কথা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত।
২৮ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলা তথ্য অফিসে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপ-পরিচালক নাফেয়ালা নাসরিন । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, পবা উপজেলা প্রকৌশলী মুকবুল হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুব্রত কুমার সরকার।
সভায় অতিথিবৃন্দ ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং সর্বজনীন পেনশন স্কিম এবং দেশের সার্বিক উন্নয়ন বিষয়ে আলোকপাত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন কর্মপরিকল্পনা দেশকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করছে বলে বক্তাগণ সভায় মন্তব্য করেন।
বক্তারা বলেন, সরকারি দফতর শুধু নয়, দেশের সার্বিক উন্নয়নে সকল শ্রেণিপেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। গুজব, অপপ্রচার, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিহত করে দেশের সার্বিক কল্যাণে সকলকে উন্নয়নের কর্মযজ্ঞে অংশগ্রহণের আহবান জানান তারা।
অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. নিজামুল কবীর। সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক মোহা. ফরহাদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন পবা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জেলা তথ্য অফিস এবং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available