• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:৩৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:৩৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে ৫ ইটভাটায় অভিযান, আড়াই লাখ টাকা অর্থদণ্ড

২৮ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:১৮:২৪

মানিকগঞ্জে ৫ ইটভাটায় অভিযান, আড়াই লাখ টাকা অর্থদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি: মাটি ব্যবহারের অনুমোদন না থাকায় মানিকগঞ্জে পাঁচ ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার করে মোট আড়াই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

২৮ মার্চ বৃহস্পতিবার জেলার সিংগাইর উপজেলার ওই ইটভাটাগুলোতে অভিযান চালানো হয়।

এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতর মানিকগঞ্জ জেলা কার্যালয় ও পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।

অর্থদণ্ড পাওয়া ইটভাটাগুলো হলো, মানিকগঞ্জের সিংগাইরের চান্দহরের জামির্তা এলাকার মেসার্স টি এইচ বি ব্রিকস, মেসার্স জি এইচ বি ব্রিকস, চক পালপাড়া এলাকার মেসার্স এস এ এন ব্রিকস, ফোর্ডনগর এলাকার মেসার্স আশা ব্রিকস ও মেসার্স এম এইচ ব্রিকস।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইটভাটার অবস্থান, দূষণ ও প্রভাব ট্র্যাক করার জন্য পরিবেশ অধিদফতর ইট ভাটা ট্র্যাকার (https://track- kiln.arced.foundation/login.php) চালু করেছে। এ অনুযায়ী মানব স্বাস্থের জন্য অধিকতর ঝুঁকিপূর্ণ বিবেচিত হওয়ায় ওই পাঁচটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের কারণে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হয়। ট্র্যাকার এ প্রদর্শিত অন্যান্য ক্ষতিকর ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলবে বলেও জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫