রাজবাড়ী প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-ঊল-ফিতরকে কেন্দ্র করে রাজবাড়ীর পাংশা হাইওয়ে মহাসড়কে চাঁদাবাজি যাতে না হয়, সে লক্ষ্যে বেশকিছু পূর্ব পদক্ষেপ হাতে নিয়েছে পাংশা মডেল থানা পুলিশ।
২৭ মার্চ বুধবার দুপুরে আজিজ সরদার বাসস্ট্যান্ড, মৈশালাসহ অন্যান্য বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করতে এসে, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার শ্রমিক নেতাসহ, অটো ও মাহিন্দ্র চালকদের উদ্দেশ্য করে বলেন, হাইওয়ে রোডে কোনো ধরনের চাঁদাবাজিসহ অপ্রিতিকর ঘটনা ঘটলে সাথে সাথে পাংশা থানা পুলিশকে সংবাদ প্রদান করে জানাতে হবে।
এছাড়াও কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটলে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সকলকে অবহিত করেন।
এ বিষয়ে পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ঈদকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যাতে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা দাবি করতে না পারে সেজন্য বিশেষভাবে সজাগ ভূমিকায় রয়েছে পাংশা থানা পুলিশের সদস্যরা। মহাসড়কে চাঁদার বিষয়ে ছাড় দেওয়া হবে না কাউকেই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available