• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১১:০৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১১:০৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লার আদালতের সামনে আয়কর আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত

২৯ মার্চ ২০২৪ সকাল ১১:০৯:৩৫

কুমিল্লার আদালতের সামনে আয়কর আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার আদালতের সামনে আয়কর আইনজীবী সজল করকে পিটিয়ে রক্তাক্ত আহত করেছে সন্ত্রাসীরা। ২৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে আদালত থেকে বের হওয়ার পর আদালতের ফটকের সামনে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন।

আহত আয়কর আইনজীবী সজল কর কুমিল্লা চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের রাজনীতি করলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন। তিনি মনোনয়ন পত্র জমা দিতে ৫ মিনিট বিলম্ব করায় নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাননি।

আহত সজল করের জেঠাত ভাই সমীর বলেন, আমি ও আমার ভাই আদালত থেকে বের হয়ে প্রধান ফটকে আসার পর একটি মাইক্রোবাস এসে আমাদের পথরোধ করে। পরে মাইক্রোবাস থেকে দ্রুত ৫/৬ জন যুবক হকিস্টিক নিয়ে নেমে আমার ভাই সজলকে মারধর করে রক্তাক্ত আহত করে।

এ সময় আমি ওই মাইক্রোবাসে আমাদের স্থানীয় সংসদ সদস্য ডা. প্রাণ গোপালের পিএস সমীর সরকার ও আমাদের গ্রামের হারাধন চন্দ্র দাসকে বসা অবস্থায় দেখেছি। আহত সজল করকে প্রথমে কুমিল্লা ট্রমা সেন্টার, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় সূত্র জানায়, আহত সজল কর বিভিন্ন সময় তার বাড়ির জমি দখল, হামলা, মারধর-মামলা নিয়ে ফেসবুকে ভিডিও বার্তা দিতেন। এমপি প্রাণ গোপালের লোকদের বিরুদ্ধে কথা অভিযোগ এনে কথা বলতেন। এমপি প্রাণ গোপালের সাথেও তার সম্পর্ক ভালো ছিল না। সব মিলিয়ে হয়তো এই জন্যই তার উপর হামলা হয়েছে বলে স্থানীয় সূত্র জানান।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, এ বিষয়ে আমরা অবগত নই। কেউ এখনো কোনো অভিযোগ করেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫