• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৪:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৪:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাউজানে এমপি ফজলে করিমের উদ্যোগে সুলভ মূল‍্যে খাদ্যসামগ্রী বিক্রি

২৯ মার্চ ২০২৪ দুপুর ০১:৫৬:২২

রাউজানে এমপি ফজলে করিমের উদ্যোগে সুলভ মূল‍্যে খাদ্যসামগ্রী বিক্রি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: "প্রধানমন্ত্রীর উপহার সুলভ মূল‍্যে প্রাণীজ পুষ্টির সমাহার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজানে সংসদ সদস্যের পৃষ্টপোষকতায় সুলভ মূল‍্যে দুধ, ডিম, মহিষের মাংস, মুরগী ও মাছ বিক্রি করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে সদর ইউনিয়নে এ বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা।

২৬ মার্চ মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি থেকে সুলভ মূল‍্যে এইসব খাদ‍্যসামগ্রী বিক্রি করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি।

দুধ কেজি প্রতি ৬০ টাকা, ডিম ডজন প্রতি ১০০ টাকা, মহিষের মাংস কেজি প্রতি ৬৫০ টাকা, ব্রয়লার মুরগী কেজি প্রতি ১৭০ টাকা ও নাইলেটিকা মাছ কেজি প্রতি ১৭০ টাকা দরে বিক্রি করা হয়।

এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর এবং বৃহত্তর চট্টগ্রাম ডেইরি ফার্মারস এসোসিয়েশন ও পোল্ট্রি এসোসিয়শন। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিএম জসিম উদ্দিন হিরুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অংগ‍্যাজাই মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিদোয়ানুল ইসলাম, থানার ওসি জাহিদ হোসেন, আওয়ামী লীগেরসহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহাজান ইকবাল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপূর্ব ভট্টাচার্য প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫