বাকৃবি প্রতিনিধি: দুস্থ, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সেচ্ছাসেবী সংগঠন হাসিমুখের ইফতার ও ঈদ উপহার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সমাজের দুস্থ ও সুবিধাবঞ্চিত ৫৫ জন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করে সংগঠনটি। এ সময় একটি মাদ্রাসার জন্য মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য পবিত্র কুরআন শরীফের ৬টি কপি তুলে দেওয়া হয়। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
২৯ মার্চ শুক্রবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি সম্মেলন কক্ষে ওই ঈদ সামগ্রী, কুরআন শরীফ বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সংশ্লিষ্টরা জানান, ময়মনসিংহ সদরের ফকিরাকান্দা, সুতিয়াখালি ও ক্যাম্পাসের বিভিন্ন অসহায় দরিদ্র ৫৫ জন মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী উপহারের প্যাকেটে চাল, ডাল, তেল, লাচ্ছা সেমাই, আটা, চিনি, ছোলা, পোলাও চালসহ আরও খুচরা জিনিসপত্র দেওয়া হয়েছে। একই সময় ময়মনসিংহ সদরের বয়ড়া পূর্বপাড়ার বায়তুল কুরআন মাদ্রাসার প্রতিনিধি শিক্ষার্থীদের কাছে ৬টি পবিত্র কুরআন শরিফ প্রদান করা হয়।
হাসিমুখের সহ-সভাপতি অধ্যাপক ড. ফাতেমা হক শিখার সভাপতিত্বে এবং ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ-২৪ কমিটির আহবায়ক নাজমুস সাদাতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. গোলজার হোসেন, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. পারভেজ আনোয়ার এবং হাসিমুখের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন।
এছাড়াও হাসিমুখের সদস্যবৃন্দ এবং বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available