গোপালগঞ্জ প্রতিনিধি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতীয়দের জন্যও অনুকরণীয়।
৩ মার্চ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
ভারতীয় হাই কমিশনার বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ-ভারত দুই দেশেরই মানুষ আত্মত্যাগ করেছেন। এই দুই দেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের যে মিল রয়েছে, তা পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সামজিক নিরাপত্তা ও মানুষের কল্যাণে বাংলাদেশের যে অগ্রগতি, তা সারা পৃথিবীর কাছে অনুকরণীয় উল্লেখ করে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতে উন্নয়নের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা সব সময় চলমান থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available