চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে মাত্র দুই টাকায় নিজেদের পছন্দ মতো ঈদের কাপড় কিনেছে পথশিশু, প্রতিবন্ধী, হতদরিদ্র, দুস্থ ও অবহেলিত শিশুরা। শিশুদের মাত্র ২ টাকার বিনিময়ে নতুন জামা কেনার এ সুযোগ করে দিয়েছেন নগরীর পাঁচলাইশ ওয়ার্ডের নুরুল ইসলাম ও গোল আকসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আজাদ। শুধু শিশুদের নয়, উপহার হিসেবে তাদের বাবা-মায়ের হাতেও ঈদের কাপড় তুলে দিয়েছেন তিনি।
৩০ মার্চ শনিবার সকালে সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ মাঠে প্রায় ৬ শতাধিক পরিবারের জন্য ব্যতিক্রমধর্মী এ আয়োজন করা হয়।
ছোট বেলা থেকে অভাব অনটনের সংসারে বড় হয়েছেন আওয়ামী লীগ নেতা মুহাম্মদ আজাদ। টাকার অভাবে বাবা-মায়ের জীবদ্দশায় তাদের একটি কাপড়ও কিনে দেয়া সম্ভব হয়নি তার। তবে কয়েক বছর ধরে নিজের আয়ের কিছু অংশ অসহায় মানুষের কল্যাণে ব্যয় করছেন তিনি।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আজাদ বলেন, ‘আজকের এই দিনে বাবা-মা বেঁচে থাকলে অনেক খুশি হতেন। তারা জীবিত থাকাকালীন তাদের জন্য কোনো কিছু করতে পারিনি। এ এলাকার অসহায় মানুষের হাসিমাখা মুখে বাবা-মায়ের প্রতিচ্ছবি খোঁজার চেষ্টা করছি।’
ঈদ উপহার বিতরণের এই আয়োজনে জিএস আমিনুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আবদুচ ছালাম।
তিনি বলেন, বিভিন্ন সময় নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন মুহাম্মদ আজাদ। প্রতিটি পাড়া-মহল্লায় আওয়ামী লীগের কর্মীরা এভাবেই নিঃস্বার্থভাবে অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন।
বিশেষ অতিথি ছিলেন বায়েজিদ থানা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম, ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক এসএম আবুল কাশেম, জিএস কফিল উদ্দিন, হাজী নাছির উদ্দিন, গোলাম মোস্তাফা প্রমুখ।
এলাকার অসহায় মানুষের হাতে ঈদ বস্ত্র তুলে দেয়ায় খুশি স্থানীয়রাও। তারা বলছেন, সকল বিত্তবানরা মুহাম্মদ আজাদের মতো অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসলে একটি সুন্দর ও সুখী সমাজ গড়ে তোলা অসম্ভব কিছু নয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available