পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে আহমদিয়াদের জলসা ঘিরে সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা।
তিনি বলেন, মারা যাওয়া দুজনের মধ্যে একজন সাধারণ ও আরেকজন কাদিয়ানি সম্প্রদায়ের। নিহতদের মধ্যে একজনের নাম আরিফুর রহমান। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
অপর দিকে আহমদিয়া সম্প্রদায়ের ইঞ্জিনিয়ার জাহিদ হাসান নামের যুবক মারা গেছেন। তিনি নাটোরের বনপাড়ার বাসিন্দা।
এরআগে, শহরের পাশে আহম্মদ নগর এলাকায় কাদিয়ানি সম্প্রদায়ের জলসা বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের ঘটনায় মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ আহত হন বেশকজন।
এরপর সন্ধ্যায় জলসা বন্ধের ঘোষণা দেয় জেলা প্রশাসন। সেই সঙ্গে পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয়েছে ১৭ প্লাটুন বিজিবি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available