• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৪:৫৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৪:৫৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শৈলকুপায় নদীর জায়গা দখল করে ইটভাটা ও পুকুর খননের অভিযোগ

৩১ মার্চ ২০২৪ বিকাল ০৪:৩৪:০৮

শৈলকুপায় নদীর জায়গা দখল করে ইটভাটা ও পুকুর খননের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় কুমার নদের জায়গা দখল করে ইটভাটা ও পুকুর খননের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা শামীম হোসেন মোল্লা ও তার বাবা ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লার বিরুদ্ধে। নদীর জাগয়া দখল করে কয়েকটি পুকুর খনন করে সেখানে করা হচ্ছে মাছের চাষ। একই সাথে সরকারি রাস্তা কেটে ইটভাটা করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বুক চিরে বয়ে গেছে এক সময়ের খরস্রোতা নদী কুমার। কুমার নদের উজানে গাড়াগঞ্জ ব্রিজের পশ্চিম পাশে মহেশপুর গাড়াখোলা গ্রামে অন্তত ৩০ বিঘা জমি দখল করে শীলা ব্রিকস নামের ইটভাটা তৈরি করেছে শামীম হোসেন মোল্লা। এতে গ্রামের মধ্যে বসত-বাড়ির ঘেষে, এলজিইডি’র সড়কের পাশের ফসলি জমি নষ্ট করে ভাটা তৈরি করেছেন তারা। নদীর জায়গায় পুকুর কেটে সেখান থেকে মাটি নিয়ে ইট বানিয়ে সেই পুকুরে করছেন মাছের চাষ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, শামীম মোল্লা ও তার বাব নদী জায়গা দখল করে ইটভাটা করেছে। বছরের পর পর নদীর স্থানে পুকুর কেটে মাছ চাষ করছে। শুধু তাই না, সরকারি রাস্তা কেটে ভাটার মধ্যে নিয়ে নিয়েছে তারা।

আরেক বাসিন্দা বলেন, রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। কেউ কিছু বললে তাদের উপর হামলা চালানো হয়। মারধর করে শামীম ও তার লোকজন। ইটভাটার কারণে আমরা এলাকায় বসবাস করতে পারি না। ভাটার কালো ধোয়া বাড়িতে চলে আসে। শুধু তাই না, গ্রামের মধ্যে থেকে একটি রাস্তা নদী পর্যন্ত ছিলো সেই রাস্তা কেটে নিয়েছে। এখন আমরা ইটভাটার কারণে নদীতে যেতে পারি না। নদী যেন তাদের বাপ-দাদার সম্পত্তি।

এ ব্যাপারে শামীম হোসেন মোল্লা জানান, আজ থেকে প্রায় ৪০ বছর আগের ইটভাটা। আমি প্রায় ৩০ বছর ধরে ইটভাটা দেখা শোনা করি। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে তাদেরকে আমার কাছে আসতে বলেন।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদি জানান, বিষয়ে আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দেখবো। যদি এমনটি হয়ে থাকে তাহলে আমরা তদন্ত করে দেখব। ঘটনাটি সত্য হলে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫