খোকসা ও ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা ও সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
১ এপ্রিল সোমবার সকাল ১০টায় খোকসা উপজেলার কোমরভোগ গ্রামে ও দুপুর ১২টার দিকে সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নে শিবপুর গ্রামে এসব ঘটনা ঘটে।
খোকসা উপজেলার কোমরভোগ গ্রামের শয়ন হোসেনের আড়াই বছর বয়সী মেয়ে জান্নাতী খাতুন, রতন হোসেনের সাড়ে তিন বছরের মেয়ে মুসলিমা খাতুন এবং কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শিবপুর গ্রামের ইউপি সদস্য ইন্তাজ শেখের ছেলে রিয়াসাদ (১০) একই দিনে পুকুরের পানিতে ডুবে মারা গেছে ।
পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে খেলাধুলা করতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায় জান্নাতী ও মুসলিমা খাতুন। দীর্ঘসময় শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর তাদের মরদেহ পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।
অন্যদিকে সোমবার দুপুর ১২টার দিকে খেলার সাথীদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হরিনারায়ণপুর ইউনিয়নের ইউপি সদস্য ইন্তাজ শেখের ছোট ছেলে ও শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র রিয়াসাদের (১০) মৃত্যু হয়েছে।
তাদের এমন মৃত্যুতে কুষ্টিয়ার দুই উপজেলার দুটি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাড়িতে শোকার্ত স্বজনদের আহাজারি-কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠে। পরে তিন শিশুর নিজ নিজ গ্রামে জানাজার নামাজ শেষে তাদের দাফন সম্পন্ন হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ ও ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান। পুলিশের এই দুই কর্মকর্তা জানান, পানিতে ডুবে যাওয়া শিশুদের মৃত্যুর ঘটনায় তাদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available