জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার জলঢাকা থানায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮০ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
১ এপ্রিল সোমবার রাত ১০টায় থানার দুন্দীবাড়ি থেকে চাওড়াডাঙ্গীগামী এলাকায় পাকা রাস্তার চকচকার দোলা ছোট সাইপোন নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেলের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ বলছে, জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকায় অভিযান পরিচালনা করেছে পুলিশ। এতে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন নীলফামারী জেলা পুলিশ সুপার মো. গোলাম সবুর। থানার অফিসার ইনচার্জ মো. মুক্তারুল আলমের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্ট বসিয়ে জলঢাকা থানার সাইপোন নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেলের পাকা রাস্তার উপর থেকে ১ মাদক কারবারিকে আটক করা হয়।
এ সময় বিশেষ কায়দায় রাখা নেভি-ব্লু রঙের কাপড় দ্বারা তৈরি বস্তার ন্যায় ব্যাগে পেঁচিয়ে রাখা ১৮০ (একশত আশি) বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। মাদকের কাজে ব্যবহৃত একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
আটক আসামি হলো- জেলার ডিমলা থানার উত্তর সোনাখুলি মিলন পাড়ার ফয়েজ উদ্দিনের ছেলে মো. মইনুল হক (৩৫)।
পুলিশ আরও জানায়, জলঢাকা থানায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available