• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৬:৫৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৬:৫৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

উখিয়ায় বিট কর্মকর্তাকে হত্যা, শাস্তির দাবিতে মানববন্ধন

২ এপ্রিল ২০২৪ রাত ০৮:০৭:৪৩

উখিয়ায় বিট কর্মকর্তাকে হত্যা, শাস্তির দাবিতে মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় ট্রাক চাপায় বন কর্মকর্তার হত্যাকারিদের গ্রেফাতার ও শাস্তির দাবিতে বন বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবিদের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২ এপ্রিল মঙ্গলবার দুপুরে শহরের শহীদ স্মরণীতে বন বিভাগের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অবৈধ ডাম্পার ট্রাক বন্ধের দাবি জানান। তারা অভিযোগ করে বলেন, জেলার বিভিন্ন পয়েন্টে সংবদ্ধ চক্র পাহাড় কাটা অব্যাহত রেখেছে। আর এই সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে বিট কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। দ্রুত সময়ে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান বক্তারা।

বনকর্মীসহ প্রায় ৫ শতাধিক মানুষের উপস্থিতে আয়োজিত মানববন্ধন শুরুতেই  বিটের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামানের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

উল্লেখ্য গত ৩১ মার্চ রোববার ভোরে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় পাহাড় কেটে মাটি পাচার করছিল একদল বনদস্যু। খবর পেয়ে বনবিভাগের দোছড়ি বিটের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান (৩০)-সহ কয়েকজন বনকর্মী ঘটনাস্থলে যান। এসময় তিনিসহ মোটরসাইকেল আরোহী দুইজনকে পাচারকারিদের মাটিভর্তি ডাম্পার ট্রাক চাপা দেয়। এতে সাজ্জাদুজ্জামান ঘটনাস্থলে মারা যান এবং মোহাম্মদ আলী নামের এক বনরক্ষী আহত হন।

নিহত মো. সাজ্জাদুজ্জামান (৩০) কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তিনি মুন্সিগঞ্জ জেলার গজরিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে।

এ ঘটনায় উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মো. শফিউল আলম বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন এজাহারভূক্ত ৫ নম্বর আসামি ছৈয়দ করিম (৩৫)। জব্দ করা হয়েছে ড্রাম্পার ট্রাকটিও।

উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, মামলার অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫