নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে সাংবাদিকদের শিকল দিয়ে বেঁধে রাখার হুমকি দিয়েছেন উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার।
২ এপ্রিল মঙ্গলবার সকালে নিউজ সংক্রান্ত ব্যাপারে নবাবগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও ভোরের কাগজের প্রতিনিধি শাহিদুল হক খান ডাবলু তাকে ফোন দিলে তিনি এ হুমকি দেন।
শাহিদুল হক খান ডাবলু বলেন, ‘একটি নিউজের তথ্যের জন্য ইউপি চেয়ারম্যান রেশমা আক্তারকে তার মোবাইল ফোনে কল দিয়ে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি উত্তেজিত হয়ে যান। এ সময় জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার বলেন, নবাবগঞ্জের কোনো সাংবাদিক আমার ত্রিসীমানায় এলে তাকে আমি শিকল দিয়ে বেঁধে রাখব। এটা আমার চ্যালেঞ্জ। আপনি যাকে বলার বলতে পারেন। আমার কিছুই করতে পারবে না।
এ ঘটনার পর সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একজন চেয়ারম্যান হয়ে সাংবাদিকদের সঙ্গে এমন অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না সাংবাদিকরা।
একজন জনপ্রতিনিধির কাছ থেকে সাংবাদিক সমাজ এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দ্রুত এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাংবাদিক মহল বিভিন্ন কর্মসূচি পালন করবে। এছাড়া মানববন্ধন করবে বলেও ঘোষণা দেন সাংবাদিকরা।
এ ব্যাপারে জয়কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রেশমা আক্তারকে তার মুঠোফোনে কল দিলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে আমি বাধ্য নই। এরপর তিনি সংযোগ বিচ্ছিন্ন কেটে দেন৷
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available