স্টাফ রিপোর্টার, ভোলা: ভোলার মনপুরায় মেঘনা নদীতে অভিযান পরিচালনার সময় দুই মৎস্য কর্মকর্তার উপর জেলে ও স্থানীয়দের হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত হন মৎস্য কর্মকর্তা মাহামুদুল হাসান ও মনির হোসেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
২ এপ্রিল মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করতে গিয়ে উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের ঢাকার লঞ্চঘাট এলাকায় জেলেদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে জেলেরা নদীর তীরবর্তী এক বিধবা নারীর বাড়িতে আশ্রয় নেয়। এ সময় দুই মৎস্য কর্মকর্তা বিধবা নারীর ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করতে চাইলে ওই নারী বাধা দেন। বাধা উপেক্ষা করে দরজা ভেঙে জেলেসহ ওই নারীকে মারধর করেন তারা। এ সময় জেলেদের চিৎকারে স্থানীয়রা এসে ক্ষুব্ধ হয়ে দুই মৎস্য কর্মকর্তাকে গণধোলাই দেয়। পরে মনপুরা থানা পুলিশ খবর পেয়ে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ ঘটনায় ওই নারী শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে মনপুরা থানায় অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভোলা জেলার মনপুরা উপজেলার মৎস্য অফিসের মেরিন ফিসারিজ কর্মকর্তা মাহামুদুল হাসান ও ক্ষেত্র সহকারী মনির হোসেন অভিযানের নামে মেঘনায় জেলেদের কাছ থেকে বিভিন্ন সোর্সের মাধ্যমে মোটা অংকের চাঁদা আদায় করে আসছিলেন। যে সকল জেলেরা তাদের চাহিদা মতো চাঁদা দিতেন, তারা নির্দিষ্ট পতাকা বহন করে নিরাপদে মাছ ধরতেন। অন্যদিকে যে সকল নিরীহ ও সাধারণ জেলেরা চাঁদা দিতেন না তাদেরকে অভিযানের নামে বিভিন্নভাবে হয়রানি করতেন। এতে দিনদিন ক্ষুব্ধ হয়ে উঠেন নিরীহ জেলেরা।
আহত উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. মাহামুদুল হাসান জানান, অবরোধকালীন সময়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা অভিযান পরিচালনা করি। মেঘনা নদীতে পেতে রাখা জালের কাছে গেলে জেলেরা স্পিডবোট যোগে এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমি ও আমার সহকর্মী মনির হোসেন গুরুতর আহত হই। পরে থানা থেকে পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঊর্ধ্বতন মহলের নির্দেশনা মেনে এ ব্যাপারে মনপুরা থানায় অভিযোগ করা হবে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্তি দায়িত্ব) মারুফ হোসেন মিনার জানান, অনুমতি সাপেক্ষে আমাদের মেরিন ফিশারিজ কর্মকর্তা ও ক্ষেত্র সহকারী অভিযান পরিচালনা করেন। এসময় জেলেরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে দুজন গুরুতর আহত হয়।
মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, জেলেদের সাথে মৎস্য কর্মকর্তাদের মারামারির ঘটনার জেরে এক বিধবা নারী থানায় এসে অভিযোগ করেছেন। এছাড়া মৎস্য অফিসের পক্ষ থেকেও অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available