• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৪:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৪:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নকল মেয়াদ দিয়ে খাবার বিক্রি করে ইউরো ফাস্টফুড

৪ এপ্রিল ২০২৪ সকাল ০৮:৪২:৪২

নকল মেয়াদ দিয়ে খাবার বিক্রি করে ইউরো ফাস্টফুড

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ চৌরাস্তা ও বাগমারার মধ্যে ক্রেতাদের কাছে জন্মদিনের কেক কেনার বেশ জনপ্রিয় ‘নিউ ইউরো ফাস্টফুড এন্ড পেস্টিসপ’ নামের খাবারের দোকান৷দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটি জন্মদিনের কেক, কাটা কেক, রুটি, বার্গার, বিস্কুটসহ বিভিন্ন খাবার তৈরি করে আসছে৷

প্রতিষ্ঠানটির কারখানা বক্সনগর এলাকায়৷বক্সনগর বাজারের দক্ষিণ পাশ দিয়ে ৫শ’ গজ ভেতরের সড়কে প্রবেশ করলেই এই কারখানার দেখা মিলবে৷ সেখানে প্রবেশ করে দেখা যায় নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয় এসব খাদ্যপণ্য৷

কারখানার ভেতর যেমন নোংরা, অন্যদিকে কারিগররাও পরিষ্কার-পরিচ্ছন্ন নন৷ হ্যান্ডগ্লবস ছাড়াই কেকসহ অন্যান্য খাবার তৈরি করতে দেখা যায় তাদের৷এছাড়া বিস্কুট তৈরি করার হাউজের পাশে দেখা যায় ডিমের খোসার বাক্স রাখা৷

বিশেষ করে ক্রেতাদের অভিযোগ ছিল, জন্মদিনের কেক ও মোরব্বাকৃত রুটির প্রতি৷এমনকি এর মান নিয়েও প্রশ্ন ছিল অনেকের৷ এমন অভিযোগ পেয়ে ৩ এপ্রিল বুধবার বিকেলে ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রশাসন৷

বিকেল ৫টায় নবাবগঞ্জ চৌরাস্তায় নিউ ইউরো ফাস্টফুড এন্ড পেস্টিসপে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল হালিম৷শুরুতে বক্সনগর এলাকায় প্রতিষ্ঠানটির কারাখানায় অভিযান চালানো হয়৷পাওয়া যায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কেক, বিস্কুট, রুটিসহ অন্যান্য খাবার তৈরির প্রমাণ। এসব খাবার তৈরির পর মেয়াদ নির্ধারণ করে তারিখ দিয়ে সিলমোহর দেওয়া হয়৷ যা পুরোটাই অবৈধ। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কোনো বেকারি বা পণ্যে মেয়াদের স্টিকার ব্যবহার করতে পারে না কোনো প্রতিষ্ঠান৷কিন্তু এই প্রতিষ্ঠানের রুটি, কেক, বিস্কুট ও অনান্য খাবারে মেয়াদের সিলমোহর ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে।

এসব অভিযোগ এবং ওই কারখানা কর্মচারীর দেয়া তথ্য মতে, নিউ ইউরো ফাস্টফুডের পণ্য বিক্রির শাখা নবাবগঞ্জ চৌরাস্তা এলাকায় দোকানে অভিযান পরিচালনা করা হয়৷ সেখান থেকে অবৈধ সব কেক, বিস্কুট, রুটিসহ এই বেকারির সব পণ্য জব্দ করা হয়৷এসব খাবার বিক্রি করার অপরাধে আটক করা হয় প্রতিষ্ঠানের মালিক এফরান আহমেদকে। আটকের পর ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট৷

এসব তথ্য নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম এশিয়ান টিভি অনলাইনকে বলেন, ‘ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে নিউ ইউরো ফাস্টফুড এন্ড পেস্টিসপে অভিযান চালানো হয়৷বক্সনগর এলাকায় তাদের কারখানায় নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ, পণ্যে অবৈধভাবে মেয়াদ দিতে সিল ব্যবহারসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়৷পরে একজনকে আটক করে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’ নবাবগঞ্জে এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি৷ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫