টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ কেন্দ্রিক অপহরণ সহ সকল অপরাধ বন্ধে পুলিশ-জনতার ঐক্য চেয়ে কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম বলেন, অপহরণকারী দুর্বৃত্তদের শেকড় কেটে দেয়া হবে। কোনভাবেই আর একটি মানুষও অপহরণ দেখতে চায় না পুলিশ।
তিনি বলেছেন, জনপ্রতিনিধিদের উদ্যোগে প্রতিটি ইউনিয়ন থেকে ২ শত করে ৪ ইউনিয়ন থেকে ৮ শত মানুষ এক হয়ে এগিয়ে আসুন। এই ৮ শত স্থানীয় জনতাকে সাথে নিয়ে টেকনাফ-উখিয়ার পাহাড়ে-পাহাড়ে পরিচালিত হবে সাঁড়াশি অভিযান।
পুলিশ পাহাড়ে উঠা বা পাহাড়ি পথ সম্পর্কে জ্ঞাত নন মন্তব্য করে পুলিশ সুপার বলেন, আপনাদের পরিবারের সন্তান অপহরণ হচ্ছে। আপনারা চুপ থাকবেন না। এগিয়ে আসুন, পুলিশকে পথ চিনতে সহযোগিতা করুণ। পুলিশ আপনাদের পাশেই রয়েছে।
৩ এপ্রিল বুধবার দুপুরে টেকনাফের রঙ্গিখালী মাদ্রাসায় অপরাধ প্রতিরোধ সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন।
টেকনাফের পাহাড় কেন্দ্রিক একের পর এক অপহরণের ঘটনার প্রেক্ষিতে টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে টেকনাফ-উখিয়ার জনপ্রতিনিধি সহ স্থানীয় লোকজনকে নিয়ে আয়োজন করা হয় এই সভা।
সভায় উপস্থিত জনপ্রতিনিধিরা তাদের বক্তব্যে এই জনপদ এক সময় শান্তি-শৃঙ্খলার জনপদ ছিল। ২০১৭ সালে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকরা আসার পর অশান্ত হয়ে উঠেছে এমন কথা পুলিশ আমলে নিয়েছে উল্লেখ করে পুলিশ সুপার সকলকে নিয়ে প্রতিরোধ করার আহবান জানান।
পুলিশ সুপার বলেন, আপনাদের সকলের সহযোগিতায় আইন আইনের গতিতে চলবে। এখন আপনারা রোহিঙ্গাদের বাড়ি ভাড়া দেয়া বন্ধ করুন। আপনারাই বলেছেন রোহিঙ্গারা অপরাধ করে বেড়াচ্ছে। অশান্তি সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে এখন থেকে কোনো ভাড়া বাসায় রোহিঙ্গা পাওয়া গেলে মামলা করা হবে। একই মামলায় আসামি করা হবে মালিককেও। আইনে অবৈধ লোকজনকে বাড়ি ভাড়া দেয়ার নিয়ম নেই। এখন থেকে উখিয়া টেকনাফের পুলিশ বিষয়টি কঠোরভাবে দেখবে। যাদের বাংলাদেশী জাতীয়তার পরিচয়পত্র নাই তাদের বাড়ি ভাড়া দেয়া অপরাধ। এর জন্য পুলিশ কঠোর হবে। না হলে অপহরণ, চোরাচালান, মাদকের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। এটা আমাদেরকে বন্ধ করতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উখিয়ার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী, হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available