কুষ্টিয়া প্রতিনিধি: বিনা পয়সায় এবং নিজ যোগ্যতায় চাকরি পেয়ে সৎ থাকার প্রতিজ্ঞা করেছেন ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সদ্য নিয়োগপ্রাপ্ত ৪৮ পুলিশ সদস্য।
৫ এপ্রিল শুক্রবার বেলা সাড়ে ১২টার সময় কুষ্টিয়ার পুলিশ সুপারের সভাকক্ষে সদ্য নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ৪ ৮জনকে সংবর্ধনা দেওয়া হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রাকিবের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা সভায় নিয়োগপ্রাপ্তরা কর্মজীবনে সৎ থাকার প্রতিজ্ঞা করেন।
এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জোবায়ের আহম্মেদ ও অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান উপস্থিত ছিলেন।
মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন হতদরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের ৪৮ জন। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া সোনার হরিণ খ্যাত এই চাকরি পেয়েছেন তারা।
কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব সদ্য নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, পুলিশের চাকরি পেতে কোনো ঘুষ দিতে হয় না। ধরতে হয় না কোনো দালাল। তোমরা বিনা পয়সায় এবং নিজ যোগ্যতায় চাকরি পেয়েছো। আশা করছি, তোমরা ভালো পুলিশ সদস্য হয়ে বিনা পয়সায় মানুষের সেবায় নিয়োজিত থাকবা এবং নিজেদের সৎ রাখবা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available