• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৭:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৭:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খানসামায় আগুনে পুড়ে ১৬ পরিবারের ঈদ আনন্দ ছাই

৬ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:০৫:১০

খানসামায় আগুনে পুড়ে ১৬ পরিবারের ঈদ আনন্দ ছাই

খানসামা (দিনাজপুর) দিনাজপুর: কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ফিরত। এর মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও বিদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে একটি পাড়ার ১৬টি পরিবারের প্রায় ৫০টি ঘর পুড়ে গেছে। সর্বশান্ত হয়ে গেছে তারা।

৫ এপ্রিল শুক্রবার জুমার নামাজের পরই  দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের ঝাপুপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ অর্থ, জমির বিভিন্ন ফসল চাল, রসুন, আলু ও পাটসহ জমির মূল্যবান কাগজপত্রসহ ৫০ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেছেন বাড়ির ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ইপিজেড কর্মী বাবলুর রহমানের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং নীলফামারীর উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং খানসামা ফায়ার র্সাভিস স্টেশনের একটি ইউনিটের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজ উদ্দিন,উপ-সহকারী প্রকৌশলী সুশীতল গোবিন্দ দেব, ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ, ইউপি সদস্য রশিদুল ইসলাম শাহসহ অনেকে।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ কমল রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজ উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১৬ দরিদ্র পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ উপজেলা পরিষদ চত্বরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার মাধ্যমে ৩২ বান্ডিল ঢেউটিন ও ৯৬ হাজার নগদ টাকা প্রদান করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫