বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: বড়াইগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
৬ এপ্রিল শনিবার সন্ধ্যায় উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় এস আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটে বীর মুক্তিযোদ্ধাদের সাথে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন।
আব্দুল করিম মাস্টারের সঞ্চালনা এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা মোমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরসহ উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।
এ সময় ডা. সিদ্দিকুর রহমান বলেন, জামায়াত-বিএনপির দুঃশাসনের সময় রাষ্ট্রযন্ত্রের পরতে পরতে জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা ঢুকে পড়েছে। আজকে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা ব্যবস্থা যদি পুনর্বহাল রাখা হয় তাহলে সংখ্যাধিক্যে আমরা একটু অগ্রসর থাকতে পারবো। যারা দেশটাকে ভালোবাসবে, মাটি ও মানুষকে ভালোবাসবে। এ সময় তিনি মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরির কোটা ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে সুরক্ষার দাবিও জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available