মোঃ সারুয়ার হাজারী, বিজয়নগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি বিদ্যালয়ে অবৈধভাবে মাটি বিক্রয়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন প্রতিষ্ঠানের ছাত্রী-ছাত্রী ও শিক্ষকবৃন্দরা।
৫ মার্চ রোববার বিদ্যালয়ের মেইন গেইটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সরেজমিনে জানা যায়, ২০২১ সালে উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুর খননের জন্য এমএম বিল্ডার্স নামক ঠিকাদারী প্রতিষ্ঠান ৬৭ লক্ষ টাকার কন্ট্রাক নেন। পরে প্রতিষ্ঠানটি নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে বিভিন্ন জায়গায় মাটি বিক্রয় করেন। ফলে পুকুর খননে বাধাগ্রস্থ হয় এবং জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এর প্রেক্ষিতে রোববার বিদ্যালয়ের মেইন গেইট থেকে উপজেলার আমতলী বাজার পর্যন্ত প্রতিবাদ ও মানববন্ধন পালন করেছে ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দরা।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান খান জানান, ঠিকাদার আমাদের কথা না শুনে মামলার হুমকি দেখান। তাদেরকে পুকুর খননের জন্য কন্ট্রাক প্রদান করা হয়েছে। মাটি বিক্রয়ের জন্য নয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, বিষয়টি আমি শুনেছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available