বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চরকচুরিয়া গ্রামে সার্জিকাল টেপ পেচিয়ে হাত-পা ও মুখ বেঁধে শিশু আহসান বিশ্বাস (৫) হত্যাকাণ্ডের ঘটনায় আপন দুই চাচাতো মামা মো. আকবর শেখ (২৩) ও হিজবুল্লাহ শেখ (২৪) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
৭ এপ্রিল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ৮ এপ্রিল সোমবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার আবুল হাসনাত খান।
তিনি জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আকবর শেখ জানিয়েছে, শিশু আহসানের পরিবারের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসচ্ছিল। ওই বিরোধের জেরে পরিকল্পিতভাবে শিশু আহসানকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. কামরুজ্জামান বিশ্বাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কী না সে বিষয়ে আমাদের তদন্ত অভ্যাহত রয়েছে।
শিশুটি বলাৎকার হয়েছে কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে সেটা ধারণা করে ছিলাম। তবে মেডিকেল রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।
উল্লেখ্য, ৫ এপ্রিল শুক্রবার বিকালে বাড়ির উঠানে খেলার সময় শিশুটি নিখোঁজ হয়। ৬ এপ্রিল শনিবার দুপুরে মোল্লাহাট উপজেলার চরকচুরিয়া গ্রামের দাউদ শরীফের পানের বরজের পাশের একটি গর্ত থেকে সার্জিকাল টেপ পেচিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় শিশু আহসানের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার চব্বিশ ঘণ্টার মধ্যে শিশুটির হত্যাকারী দুই চাচাতো মামাকে গ্রেফতার করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available