বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌরসহ ১১টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের কমিটি রাতের আঁধারে অবৈধভাবে গঠন করার কারণে নবগঠিত কমিটি বিলুপ্ত ঘোষণা এবং আহ্বায়ক আরিফ, যুগ্ম-আহ্বায়ক টুটুল ও রুমনের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক লীগের পদবঞ্চিত নেতাকর্মীরা।
৮ এপ্রিল সোমবার দুপুরে বীরগঞ্জ উপজেলার শহীদ মিনার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মাহামুদুল হাসান রুবেল। তিনি বলেন, ইউনিয়ন ভিত্তিক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে টাকার বিনিময়ে যেমন, ৩-৭-৯ পৌরসভার যে কমিটি গঠন করা হয়েছে। কিছু অসাধু নেতা টাকার বিনিময়ে জামায়াত-বিএনপির এজেন্ট ও গণধিকার পরিষদদের সদস্য ও নেতিবাচক কর্মকাণ্ডে জড়িতরা এই কমিটিতে বড় পদ পেয়েছেন।
এ সময় স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য বাবু, গোলাম রব্বানী, সেলিম রেজা, রাকিবসহ শতাধিক পদবঞ্চিত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসব অভিযোগ প্রসঙ্গে বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি মোবাইল ফোন ধরেননি।
এ বিষয়ে দিনাজপুর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সৈয়দ সালাহ্ উদ্দিন দিলীপ বলেন, কেন্দ্রের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে কথা বলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী কাজ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available