• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫৭:৫৭ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫৭:৫৭ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ

৯ এপ্রিল ২০২৪ দুপুর ১২:০৫:০১

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ

রাজবাড়ী প্রতি‌নি‌ধি: ভি‌জিএফ-এর চাউল বিতর‌ণে অনিয়‌মের তথ‌্য জানতে চাওয়ায় রাজবাড়ী‌তে সাংবা‌দিক‌দের অকথ‌্য ভাষায় গা‌লি-গালাজ ক‌রে লা‌ঞ্চিত ক‌রে‌ছেন মুলঘর ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ মো. ওহিদুজ্জামান। ৮ এপ্রিল সোমবার দুপু‌রে মুলঘর ইউনিয়ন প‌রিষদে এ ঘটনা ঘ‌টে।

লা‌ঞ্চিত হওয়া সাংবা‌দিকরা হ‌লেন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লা‌বের অর্থ সম্পাদক মাছরাঙ্গা টে‌লি‌ভিশ‌ন ও প্রতি‌দি‌নের বাংলা‌দেশ প‌ত্রিকার জেলা প্রতি‌নি‌ধি ইমরান হো‌মেন মনিম, ক্লা‌বের দফতর সম্পাদক দৈ‌নিক গণমক্তির জেলা প্রতি‌নিধি আতিয়ার রহমান ও দৈ‌নিক সম‌য়ের কাগ‌জের জেলা প্রতি‌নি‌ধি শহিদুল ইসলাম।

এদি‌কে এ ঘটনার এক‌টি ভি‌ডিও ফু‌টে‌জে শোনা ও দেখা যায়, মুলঘর ইউনিয়ন প‌রিষ‌দের বাড়ান্দায় ইউপি চেয়ারম‌্যান শেখ মো. ওহিদুজ্জামানসহ তার সাঙ্গপাঙ্গ নি‌য়ে সাংবা‌দিক‌দের ওপর চড়াও হন এবং অকথ‌্য ভাষায় গা‌লি-গালাজ ক‌রতে থা‌কেন। একপর্যা‌য়ে প‌রিষ‌দের বাড়ান্দা থে‌কে ধাক্কা দি‌য়ে মাছরাঙ্গা টে‌লি‌ভিশ‌নের প্রতি‌নি‌ধি ইমরান হো‌সেন ম‌নিম‌কে নি‌চে ফে‌লে দেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানি‌য়ে‌ছেন, রাজবাড়ী প্রেস ক্লা‌বের সভাপ‌তি অ্যাড. খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল ম‌তিনসহ সম্পাদক মো. জাহাঙ্গীর হো‌সেন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শমীত্র শীল চন্দন, রাজবাড়ী জেলা রি‌পোর্টার্স ক্লা‌বের সভাপ‌তি লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক সো‌হেল রানা, যুগ্ম-সম্পাদক রু‌বেলুর রহমান, জেলা রি‌পোর্টার্স ইউনি‌টের সভাপ‌তি হেলাল মাহমুদ, বাংলা‌দেশ মফস্বল সাংবা‌দিক ফোরাম রাজবাড়ী জেলা শাখার সভাপ‌তি ক‌বির হো‌সেন প্রমুখ।

মাছরাঙ্গা টে‌লি‌ভিশ‌নের প্রতি‌নি‌ধি ইমরান হো‌সেন ম‌নিম‌ জানান, তি‌নিসহ ক‌য়েকজন সহকর্মী মুলঘর ইউনিয়ন প‌রিষ‌দে ঈদ উপল‌ক্ষে ভি‌জিএফ-এর চাল বিতর‌ণে অনিয়‌মের অভিযোগ পে‌য়ে সংবাদ সগ্রহে যান। অনিয়‌মের তথ‌্য ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যা‌নের কা‌ছে জান‌তে চাইলে তি‌নি উত্তে‌জিত হ‌য়ে অকথ‌্য ভাষায় গা‌লি-গা‌লাজ ও তার সা‌থে সাঙ্গপা‌ঙ্গ তা‌দের ওপর চড়াও চন এবং একপর্যা‌য়ে প‌রিষ‌দের বাড়ান্দা থে‌কে চেয়ারম‌্যান তা‌কে ধাক্কা দি‌য়ে ফে‌লে হত‌্যার হুম‌কি দেন। এ সময় তার সা‌থে থাকা সহকর্মী‌দের ওপরও হামলা ক‌রে তাদের কা‌ছে থাকা এক‌টি ক‌্যা‌মেরা, এক‌টি স্ব‌র্ণের আং‌টি ও নগদ টাকা ছি‌নি‌য়ে নি‌য়েছে। এ বিষ‌য়ে তি‌নি এক‌টি মামলার প্রস্তু‌তি নি‌চ্ছেন।

মুলঘর ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান শেখ মো. ওহিদুজ্জামান জানান, তি‌নি সাংবা‌দিক‌দের সা‌থে একটু উচ্চস্ব‌রে কথা ব‌লে‌ছেন। ত‌বে অকথ‌্য ভাষায় গা‌লি-গালাজ বা সাংবা‌দিক‌দের ধাক্কা দেন নাই।

উল্লেখ‌্য, মুলঘর ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান শেখ মো. ওহিদুজ্জামানের বিরুদ্ধে ইতোপূ‌র্বে আদাল‌তে বিচারাধীন মামলার পক্ষ নি‌য়ে সদন দেওয়ার অভিযোগে সাম‌য়িকভা‌বে বরখাস্ত হ‌য়ে‌ছি‌লেন। এছাড়া তার বিরু‌দ্ধে গাছ চু‌রিসহ নানা‌বিদ অনিয়মের অভিযোগ র‌য়ে‌ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শার্শায় প্রতিবন্ধী সম্মেলন অনুষ্ঠিত
৩ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:১১:৫৯

কক্সবাজারে অস্ত্রসহ আটক ২
৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৫৯







শ্রীপুরে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৬:২৩