ঠাকুরগাঁও প্রতিনিধি: শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, যেভাবে সুগার ইন্ডাস্ট্রি রুগ্ন শিল্প হয়ে দাঁড়িয়েছে, সেখান থেকে আমাদের আখ ফলন ১০/২০ গুণ বৃদ্ধি করে চিনি আহরণের মাত্রা বাড়িয়ে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াতে পারবো। তখন আখের দামও পর্যাপ্ত বাড়ানো সম্ভব হবে।
তিনি মনে করিয়ে দেন ব্যক্তিমালিকানাধীন সুগার মিলগুলোকে রাষ্ট্রীয়করণ করার ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেন জাতির পিতা। সেই সুগার মিলগুলোকে পাট শিল্পের মতো আমরা ধ্বংস হতে দিতে পারি না।
৬ মার্চ রোববার বিকেলে ঠাকুরগাঁও সুগারমিল ট্রেনিং কমপ্লেক্সে মিল ব্যবস্থাপনা ও আখচাষিদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
শিল্পসচিব বলেন, দেশের অধিকাংশ চিনিকল আখের অভাবে বন্ধ হয়ে গেছে। বর্তমানে চালু রয়েছে ৮টি সুগার মিল। এই মিল গুলি অব্যাহতভাবে আখ চাষ ও আখ উৎপাদন বৃদ্ধি না করলে সুগার মিলগুলোকে বাঁচানো যাবে না। এ বিষয়ে আখচাষীদের যথাযথ ভূমিকা রাখতে অনুরোধ শিল্পসচিব ।
ঠাকুরগাঁও সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবীরের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, চিনি ও খাদ্য শিল্পের চেয়ারম্যান আরিফুর রহমান অপু, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আফরোজা বেগম পারুল প্রমুখ।
শিল্পসচিব গত মৌসুমে চিনি আহরণে দেশ সেরা হওয়ায় ঠাকুরগাঁও সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবীরকে পুরষ্কৃত করার কথা ঘোষণাও করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available