নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ, সদর ও কবিরহাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। ১০ এপ্রিল বুধবার দুপুর দেড়টা থেকে তিনটার মধ্যে সদর ও কবিরহাট উপজেলার দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন, সুবর্ণচরের চর জুবলীর মো. নেসার (৪৫) ও চর জব্বরের মো. সাবিক (২০)। এছাড়া ভূঁইয়ারহাট বাজার এলাকায় নিহত শিশুটির নাম মো. জোবায়ের হোসেন।
সদর উপজেলার দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী। ৪০ বছর বয়সী মোহাম্মদ আলী মধ্যম বাগ্গার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের হেরেংহি রোডের মাথায় মান্নানগর-চর জব্বর সড়কে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন ট্রাকের এক সহকারী। আহত ব্যক্তিদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে বিকেল তিনটার দিকে কবিরহাট উপজেলার ভূঁইয়ার হাট বাজার এলাকায় একটি পিক আপ ভ্যানের চাপায় সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছেন। শিশুটির নাম মো. জোবায়ের হোসেন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সুধারাম থানার কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক বলেন, একটি ট্রাক চর জব্বারের দিক থেকে মান্নান নগরের দিকে আসছিল। আরেকটি ট্রাক চর জব্বারের দিকে যাচ্ছিল ট্রাক দুইটির হেরেংগি রোডের মাথায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায় এবং একজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ট্রাক দুইটি জব্দ করেছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন বলেন, কবিরহাটে পিকআপ ভ্যানে চাপা দেওয়ার ঘটনায় চালককে আটক করা হয়েছে। নিহত শিশুর পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
অপর এক সড়ক দুর্ঘটনায় বেগমগঞ্জের নরোত্তমপুরের সিরাজ মিয়া নামে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। সকালে মোটরসাইকেল চাপায় চৌমুহনী সোনাইমুড়ি সড়কের এ দুর্ঘটনা ঘটে। বিকালে বায়তুল নুর জামে সজিদ তার জানাজা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available