সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ৫০ কেজি গাঁজা ও ১৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
৯ এপ্রিল মঙ্গলবার বিকালে সিদ্ধিরগঞ্জ আল-আমিন গার্মেন্টসের তাজুল ইসলামের চা দোকান এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- মৃত আব্দুল কাদেরের ছেলে মোঃ সোহেল (৩৩) ও আঃ রশিদের পুত্র রিপন (২৮)।
পুলিশ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার সোনারগাঁ জোন টিম ওই এলাকায় অভিযান চালিয়ে আসামিদের আটক করে। এসময় মোঃ দুলাল হোসেন (৩২) ও নাসরিন (৩৯) পালিয়ে যায়। পলাতকদের আটকের চেষ্টা চলছে।
জানা গেছে, তারা সবাই সক্রিয় মাদক কারবারি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available