রাঙামাটি প্রতিনিধি: মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আজ। বৃহস্পতিবার যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্যদিয়ে সারা দেশে ন্যায় পাহাড়ি জেলা রাঙামাটির ইসলামধর্মাবলম্বীরা এদিন তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করেন।
ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পুরো এক মাস রোজা পালন করে আজ সকাল সাড়ে ৭টা থেকে জামাতে ঈদের নামাজ আদায় করেন।
সকাল সাড়ে সাতটায় রাঙামাটির কলেজ গেইটে প্রথম ঈদ জামাতের মাধ্যমে রাঙামাটিতে ঈদের নামাজের সূচনা হয়। বেশ কয়েক বছর পর এবার রাঙামাটি শহরের পুরাতন কোর্ট বিল্ডিংস্থ শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়াম মাঠে কয়েক হাজার মুসল্লীর উপস্থিতিতে পবিত্র ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
হাজারো ধর্মপ্রাণ মুসল্লী ঐক্যবদ্ধভাবে ঈদের নামাজ আদায় শেষে খুতবা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available