নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সাতটি বসতবাড়ি। এ ঘটনায় শাপিন প্রামাণিক (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত শাপিন ওই গ্রামের আফছার আলীর ছেলে।
৫ মার্চ রোববার গভীর রাতে উপজেলার পাকুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাপিনের বড় ভাই সেকেন্দার আলী (৬৬) জানান, রাতে হঠাৎ আমাদের ঘরে আগুন লেগে যায়। টের পেয়ে আমরা চিৎকার শুরু করি। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। রাণীনগর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে নওগাঁ ও আদমদীঘির ফায়ার সার্ভিসে খবর দেন। পরে তিনটি ইউনিট দীর্ঘ দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে আমাদের সাত ভাইয়ের সাতটি মাটির দোতলা বাড়ি, ঘরের আসবাবপত্র, ধান, চাল ও সরিষাসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার জিয়াউল হক বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে নওগাঁ ও আদমদীঘি থেকে আরও দু’টি ইউনিটের সহযোগিতা নিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। এ সময় শাপিন নামের একজনের লাশ উদ্ধার করি।
অতিরিক্ত ধোঁয়ায় শাপিন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে এ ফায়ার সার্ভিস কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, আগুনে সাতটি বাড়ির মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তৎক্ষণাৎ কিছু নগদ অর্থ, বস্ত্র, চাল-ডাল সহায়তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণ ও পূর্ণ আবাসনে সার্বিক সহায়তা করা হবে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহত শাপিনের স্ত্রী মরিয়ম নেছা পপি থানায় একটি মামলা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available