• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৫৬:১৪ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৫৬:১৪ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেফতার ২

১২ এপ্রিল ২০২৪ দুপুর ০২:৫৭:৩৮

চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেফতার ২

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। ছিনতাইয়ে ব্যবহার করা একটি মাইক্রোবাসও তাদের কাছ থেকে জব্দ করা হয়।

নগরীর বহদ্দারহাট এলাকা থেকে ১০ এপ্রিল বুধবার মাইক্রোবাসটি আটকের পর গ্রেফতার করা হয় দুই আসামিকে। গ্রেফতার দুজন হলেন- ফারুক হোসেন ওরফে নাহিদ (২০) ও মো. ফজলুল (২৭)।

পুলিশ জানায়, এ চক্রের সাথে আরও কয়েকজন জড়িত আছে। তারা নগরীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ইজিবাইক টার্গেট করে। পরে গোয়েন্দা পুলিশ পরিচয়ে চালককে তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরিয়ে নগদ অর্থ হাতিয়ে নিয়ে ছেড়ে দেয় এবং ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।

বায়েজিদ বোস্তামী থানার ওসি সনজয় কুমার সিনহা বলেন, গত বছরের ২০ নভেম্বর ডিবি পরিচয়ে একটি ব্যাটারি চালিত অটো রিকশা ছিনতাইয়ের ঘটনার তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পাওয়া যায়। বুধবার রাতে চান্দগাঁও ওয়াপদা গলি থেকে মাইক্রোবাসসহ প্রথমে ছিনতাই চক্রের সদস্য ফারুককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে বালুছড়া এলাকা থেকে ফজলুকে আটক করা হয়।

ছিনতাইকারীদের কৌশল বর্ণনা করতে গিয়ে ওসি বলেন, এ চক্রের সদস্যরা মাইক্রোবাস নিয়ে বিভিন্ন সড়কে ঘুরে বেড়ানোর সময় কিশোর বয়সী ইজিবাইক চালকদের টার্গেট করে। সদস্যদের একজন যাত্রী বেশে নির্দিষ্ট দূরত্বে গাড়ি ভাড়া করে। পথে মাইক্রোবাস নিয়ে অন্যরা গিয়ে ইজিবাইক থামিয়ে যাত্রীবেশে থাকা চক্রের অন্য সদস্যদের মামলার আসামি বলে মাইক্রোবাসে তুলে নেয়। আর স্বাক্ষী হিসেবে চালককেও গাড়িতে তুলে নিয়ে অন্য এক সদস্যকে ইজিবাইকটি চালিয়ে নিয়ে যেতে বলেন। পরে চালককে বিভিন্ন সড়কে ঘুরিয়ে নগদ টাকা হাতিয়ে নিয়ে নির্জন সড়কে নামিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে চক্রের সদস্যরা।

ওসি সনজয় আরও বলেন, যে অভিযোগের সূত্র ধরে চক্রটির সন্ধান পাওয়া যায়, সেটি গত বছরের ২০ নভেম্বর ব্যাটারি চালিত অটোরিকশার চালককে বায়েজিদ বোস্তামী থানার বিএসআরএম ফ্যাক্টরির গেইট থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল। পরে তাকে বিভিন্ন সড়কে ঘুরিয়ে চান্দগাঁও এক কিলোমিটার এলাকায় নিয়ে ছেড়ে দেওয়া হয়।

চক্রের দুজনকে ধরা হলেও অন্যদের ধরতে এবং চুরি করা ইজিবাইকটি উদ্ধারে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সুন্দরগঞ্জে ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০১:২৬:২২


বেঁচে ফির‌ব ব‌লে আশা ক‌রিনি: ওমর সা‌নিয়াত
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ১২:৫৪:৫৯