উত্তম কুমার, বাকেরগঞ্জ ( বরিশাল ) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ভরপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আতাকাঠী গ্রামে আলী আজিম (২৮) নামে এক মাদক বিক্রেতাকে ১০৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ।
৫ মার্চ রোববার সকালে পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আলী আজিম বরিশাল নগরের বটতলা নবগ্রাম রোডের আবদুল্লাহর ছেলে।
বাকেরগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মো. মোস্তফার নেতেৃত্বে উপ-পরিদর্শক মো. মাহমুদ হাসান, এসআই মজিবুর রহমান এবং এএসআই সোহেল রানা অভিযান চালিয়ে আলী আজিমকে ১০৬ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
তিনি বলেন, আলী আজিমের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদকের বিরুদ্ধে কোনও ছাড় নেই। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available