নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে কিশোর গ্যাং সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ সময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে নারীসহ পাঁচ জনকে গুরুতর জখম করে এবং একটি প্রাইভেটকার ব্যাপক ভাংচুর চালায়।
১২ এপ্রিল শুক্রবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার শরীফপুরের বাবুনগর গ্রামের বাদশা মিয়া হাজী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত নুরুল হক (৫৫), সৌদি প্রবাসী ছায়েদুল হক (৫০) ও জান্নাতুল ফেরদাউস (৩৬) কে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন নুরুল হক জানান, প্রতিবেশী গোলাম সারোয়ার সাথে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। সন্ত্রাসীরা তার নিকট মোট অঙ্কের চাঁদা দাবি করায় তাদের ভয়ে তিনি পরিবারসহ বসত বাড়ি ছাড়া বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে। ঈদে বাড়িতে পারাবারিক অনুষ্ঠানে যোগ দিতে স্বপরিবারে বাড়িতে আসলে গোলাম সারওয়ারের নেতৃত্বে বহিরাগত কিশোর গ্যাংয়ের অস্ত্রধারী ভাড়াটিয়া সন্ত্রাসীরা বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে বাড়িতে এসে অতর্কিত হামলা করে।
এ সময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। সন্ত্রাসীদের বাধা দিতে আসলে জান্নাতুল ফেরদাউসের পরনের কাপড় ছোপড় টানাহেছড়া করে অপমান করে। এমনকি গলা থেকে স্বর্নের চেইন ছিনিয়ে নেয় এবং তার পকেটে থাকা নগদ টাকাও লুট করে নেয়। তাদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা যাওয়ার সময় বাড়ি সামনে থাকা একটি প্রাইভেটকারে হামলা করে ব্যাপক ভাঙচুর করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে ২৫০ নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসাপাতালে ভর্তি করে। বর্তমানে সন্ত্রাসীরা তাদের মেরে ফেলার বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানায় রাতেই একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার আনোয়ারুল ইসলাম জানান, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশী অভিযান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available