বাগেরহাট প্রতিনিধি: গবেষণার কাজে কুমিরের গতিবিধি ও আচরণ জানাতে গত ১৬ মার্চ স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে লোনা পানির চারটি কুমিরকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে একটি কুমির প্রায় শত কিলোমিটার পথ ঘুরে বর্তমানে বাগেরহাটের চিতলমারীর কলাতলা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অবস্থান করছে।
১১ এপ্রিল বৃহস্পতিবার রাতে ওই এলাকার মধুমতি নদী সংলগ্ন রাস্তায় কুমিরটিকে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা কুমিরটি দেখার জন্য রাস্তায় ভির জমায়। এক পর্যায়ে কুমিরটি নদীতে ফিরে না যেয়ে রাস্তার পার্শবর্তী একটি পুকুরে অবস্থান নেয়। শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই কুমিরটিকে দেখতে শত শত উৎসুক জনতা পুকুরটিকে ঘিরে রেখেছে। কুমিরটির নিরাপত্তার জন্য ও পরিস্থিতি স্বাভারিবক রাখতে ওই স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কুমিরের চলাচলের স্থান ও গতিবিধি জানার জন্য সম্প্রতি লোনা পানির চারটি কুমিরের গায়ে স্যাটেলাইট ট্যাগ লাগিয়ে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছিল। এদের মধ্যে তিনটি কুমির সুন্দরবনে অবস্থান করলেও জঙ্গা নামের একটি কুমির প্রায় শত কিলোমিটার পথ অতিক্রম করে বর্তমানে চিতলমারীতে অবস্থান করছে। কুমিরটির গতিবিধি পর্যবেক্ষণে রয়েছে।
এ ব্যাপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন জানান, কুমিরটির নিরাপত্তার জন্য ওই স্থানে পুলিশ মোহায়েন করা হয়েছে। বিষয়টি বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তারা কুমরিটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available