মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহিষবাথান রিভার পার্কে দুই দিনব্যাপী ঈদ আনন্দ মেলা ও নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উপজেলার হাতুড় ইউপির মহিষবাথান আত্রাই নদীর তীরে ঈদের নামাজের পর থেকেই দলে দলে লোকজন ভিড় জমাতে থাকে আত্রাই নদীর দুই তীরে। দুপুরের পর কয়েক হাজার মানুষের জনসমুদ্রে পরিণত হয় এ রিভারপার্ক।
ঈদের আনন্দকে স্মরণীয় করে রাখতে মহিষবাথান গ্রামবাসী ২০১৬ সাল থেকে প্রতিবছর ঈদের দিন এ মেলার আয়োজন করে আসছে। ঈদের দিন মেলা পরিদর্শন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী সৌরেন, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান ধলু, হিমান চন্দ্র বর্মণ, আমিনুল ইসলাম, খাজুর ইউপি চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন, এমপির সহধর্মীনিসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
বক্তব্যদানকালে এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী সৌরেন মহিষবাথান আত্রাই নদীর উপর একটি ব্রিজ নির্মাণ ও বিনোদনের জন্য পার্ক নির্মাণের প্রতিশ্রুতি দেন।
শুক্রবার বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানে রিভার পার্কের সভাপতি মুক্তিযোদ্ধা সিরাতুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন হাতুড় ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, রিভার পার্কের সহ-সভাপতি মো. সাদেকুল ইসলাম সুইট, সম্পাদক শামসুল রহমান, সাংবাদিক মো. আইনুল হোসেন, এস আই জাহিদ হাসান প্রমুখ।
নৌকা বাইচ প্রতিযোগিতায় ১৪টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে ৪ জন করে প্রতিযোগী অংশ নেন। এতে ফয়সাল গ্রুপ চ্যাম্পিয়ন ও জাকির গ্রুপ রানার্সআপ হন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available