মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: দেড় বছরেও উদঘাটন হয়নি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. সলিম উল্লাহ লাভলু হত্যা মামলার রহস্য। মামলার এজাহারভুক্ত আসামিরা জামিনে বেরিয়ে এসে বাদীর পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
১৩ এপ্রিল শনিবার স্থানীয় মান্দারতলী বাজার সড়কে আয়োজিত এ মানববন্ধনে এলাকার বিভিন্ন বয়সী সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এসময় সলিমুল্লাহ লাভলু হত্যায় জড়িতদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানান মানববন্ধনকারীরা ও নিহতের পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, মামলার বাদী আহসান হাবীব নান্টু, নিহত লাভলু মেম্বারের ছোট বোন কল্পনা বেগম, সমাজসেবক আবদুল হান্নান মাস্টার, শামসুল হক মাস্টার, হাফেজ মুহাম্মদ আল আমিন প্রমুখ।
উল্লেখ্য, ২০২২ সালের ২ নভেম্বর রাতে দুর্বৃত্তরা সলিমুল্লাহ লাভলুকে হত্যা করে বাড়ির সামনের রাস্তায় ফেলে রেখে যায়। পরে ৭ জনকে আসামি করে মামলা করা হয়। মামলা ১ নম্বরসহ ৫ জন আসামি বিভিন্ন সময় আটক হলেও তারা বর্তমানে সবাই জামিনে রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available