• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৯:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৯:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মুজিবনগর দিবস পালন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

১৪ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:৫৪:০৭

মুজিবনগর দিবস পালন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

জাহিদ মাহমুদ, মেহেরপুর: ঐতিহাসিক মুজিবনগর দিবস আগামী ১৭ এপ্রিল। মেহেরপুরের মুজিবনগরে প্রতিবছর কেন্দ্রীয়ভাবে পালিত হয় দিবসটি। এ বছর দিবসটি পালনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে মুজিবনগর স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধের সেক্টরভিত্তিক মানচিত্র ও মানচিত্রের বাইরে ধোয়া-মোছার কাজ চলছে।

মুজিবনগরের আম্রকাননের প্রতিটি গাছের গোড়া, ভাস্কর্য এবং মুজিবনগর কমপ্লেক্সের বাউন্ডারি ওয়াল রং দিয়ে দৃষ্টিনন্দন করা হচ্ছে। মুজিবনগর দিবসে মন্ত্রী, এমপিরাসহ জাতীয় নেতৃবৃন্দ আসবেন বলে প্রতি বছরই মুজিবনগর দিবসের আগে ধোঁয়ামোছা করা হয়।

মুজিবনগর স্মৃতিসৌধের পাদদেশে শেখ হাসিনা মঞ্চ সাজানো হচ্ছে দিবসটি উপলক্ষে সমাবেশের জন্য। সাধারণ মানুষের সুপেয় পানির সুবিধার জন্য বসানো হচ্ছে পানির ট্যাপ। বিদ্যুতের লাইট মেরামত ও আলোকসজ্জার কাজ চলছে দ্রুত গতিতে। ধোয়ামোছা ও বিভিন্ন ত্রুটি মেরামতের কাজটি তদারকি করছেন গণপূর্ত বিভাগ।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী বলেন, দিবসটি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। ইতোমধ্যে সবকাজ প্রায় শেষের দিকে। পরিষ্কার-পরিছন্নতা থেকে শুরু করে অতিথি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের বরণ এবং আপ্যায়নের সব ব্যবস্থা করা হয়েছে।

মেহেরপুরের পুলিশ সুপার এস এম নাজমুল হক বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনে যেকোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। এছাড়াও ডিবি ও সাদা পোশাকের পুলিশসহ তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেন, প্রতিবছরের মতো এবারও ১৭ এপ্রিল জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে। এ দিবসটির সাথে এদেশের সূচনা জড়িয়ে রয়েছে। এবারে মুজিবনগর দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ চৌধুরী।

সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন নাসিম ও সঞ্চালনা করবেন বিএম মোজাম্মেল হক।

এছাড়াও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটনসহ জাতীয় চার নেতার সন্তানেরা, মন্ত্রী-এমপিরা ও মুক্তিযোদ্ধারাসহ অসংখ্য মানুষের উপস্থিতি থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫