বাগেরহাট প্রতিনিধি: মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মোংলা উপজেলা প্রসাশনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচীর মাধ্যমে বাঙালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষ পালন করা হয়েছে।
১৪ এপ্রিল রোববার সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি একই স্থানে এসে সমাপ্ত হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস-চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম ও সরকারি দফতরের কর্মকর্তাগণ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী বাঙালি পোশাক বাহারী শাড়ি-পাঞ্জাবি পরে রঙ-বেরঙের প্লেকার্ড-ফেস্টুনসহ অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাগেরহাট-৩ সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার।
এ সময় তিনি বলেন, পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। সর্বজনীন উৎসবের প্রাণের এ আহ্বানে এক সাথে মিলিত হতে হবে। বাঙালি সংস্কৃতির এ মিলন মেলার আয়োজনে অপশক্তিকে দেশীয় সংস্কৃতি দিয়েই রুখতে হবে। আলোচনা শেষে বাংলা নববর্ষ উদযাপনে পান্তা ভাতের আয়োজন করা হয়।
পরে উপজেলা চত্বরে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় (সমবেত ও একক সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ইত্যাদি) পরিবেশন করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available