নওগাঁ (পশ্চিম) প্রতিনিধি: নওগাঁর মান্দায় দোকান ঘরের জমি নিয়ে দ্বন্দ্বের জেরে লাঠির আঘাতে সাদিকুল ইসলাম ছোটন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৫ এপ্রিল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলার মান্দা সদর ইউনিয়নের বাদলঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিকুল ইসলাম ছোটন বাদলঘাটা গ্রামের চা দোকানদার আব্দুর রাজ্জাকের ছেলে। অপরদিকে অভিযুক্ত সাগর হোসেন (৩০) একই গ্রামের হযরতুল্যাহ মন্ডলের ছেলে।
অভিযোগ সূত্রে জানাগেছে, নিহতের বাবা একজন চা বিক্রেতা। তিনি চা বিক্রি করেই জীবন-যাপন করেন। সে গ্রামের একজন অসহায় মানুষ। এই কারণে প্রতিবেশী আশরাফ আলী নামে এক আওয়ামী লীগ নেতা তাকে দোকানঘর করার জন্য কিছু জমি দেয়। তার দেওয়া জমিতে দোকানঘর তৈরি করে চা-ব্যবসা করে আসছিলেন। হঠাৎ অভিযুক্ত সাগর দোকান ঘরের জায়গা নিজের দাবি করে গত ১১ এপ্রিল সন্ধ্যায় নিহতের বাবা আব্দুর রাজ্জাকের দোকান উচ্ছেদের জন্য ভাঙচুর শুরু করেন।
এ সময় নিহত সাদিকুল প্রতিবাদ করলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে অভিযুক্ত যুবক। এতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন নিহত সাদিকুল। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করান। ঘটনার ৪ দিনপর চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রাজ্জাক ১৫ এপ্রিল সোমবার অভিযুক্ত সাগর হোসেনকে প্রধান আসামি করে অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
তবে অভিযুক্ত সাগর পালাতক থাকায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available