• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৯:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৯:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সমাধি থেকে উধাও একই পরিবারের তিন নারীর মাথার খুলি

১৬ এপ্রিল ২০২৪ সকাল ১১:১৮:৩২

সমাধি থেকে উধাও একই পরিবারের তিন নারীর মাথার খুলি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে সমাধি থেকে এক হিন্দু পরিবারের তিন নারীর মাথার খুলি চুরির অভিযোগ পাওয়া গেছে।

পরিবারটির দাবি, রাতের আঁধারে স্থানীয় একটি চক্র মাটি খুঁড়ে তিনটি মাথার খুলি তুলে নিয়ে গেছে।

১৫ এপ্রিল সোমবার ভোরের দিকে ওই তিন নারীর পরিবার বিষয়টি জানতে পারেন। ঘটনাটি ঘটেছে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বাড়িগাঁও এলাকায়।

সেখানে বাড়িগাঁও এলাকার নারায়ণ চন্দ্র সরকারের পরিবারের তিন নারীর সমাধি দেওয়া হয়েছিল। এরমধ্যে তার মা একাদশী রানী ১৯৮৮ সালে মারা যান। আর তার স্ত্রী ২০১৪ ও বড় মেয়ে মায়া রানী সরকার ২০১৫ সালে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান।

সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, চারপাশে ফসলের ক্ষেতের মাঝখানে একটি ঝোপের মতো জায়গায় তিন নারীর সমাধি রয়েছে। ওই সমাধিগুলোতেই গভীর গর্ত করা হয়েছে। তবে কবে বা কখন এগুলো তুলে নেওয়া হয়েছে তা জানা যায়নি। পরিবারের ধারণা, গত ১২ এপ্রিল স্থানীয় একটি উৎসবে যোগ দিয়ে মাদকাসক্তরা এটি ঘটিয়ে থাকতে পারে।

নারায়ণ চন্দ্র সরকার বলেন, আমার চাষের জমির এক কোনায় আমার মা, স্ত্রী ও মেয়ের সমাধি রয়েছে। ১৪ এপ্রিল রোববার পাশের জমিতে কাজ করতে যাওয়া কয়েকজন সমাধির মাটি খোঁড়ার তথ্য জানায়। সোমবার সকালে আমার ছেলে স্থানীয় ইউপি সদস্যসহ সেখানে গিয়ে মাথা তুলে নেওয়ার বিষয়টি দেখতে পায়।

নিজের পরিবারের তিন নারীর মাথার খুলি উধাওয়ের ঘটনায় ভেঙে পড়েছেন ৮৯ বছর বয়সী ওই ব্যক্তি। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ওরা সমাধিতে গর্ত করেনি। আমার বুকে গর্ত করেছে। আমি নিয়মিত সেখানে যেতাম। এখন তাদের মাথাই সেখানে রইলো না।

এ বৃদ্ধের সন্দেহ, স্থানীয় কয়েকজনই ওই মাথার খুলি তোলার সঙ্গে জড়িত।

এর মধ্যে বাড়িগাঁও রাধা-গোবিন্দ দুর্গা মন্দিরের ক্যাশিয়ার রঞ্জিত মণ্ডল এ অভিযোগ অস্বীকার করে তারাও এ কাণ্ডে জড়িতদের খুঁজছেন বলে জানান। তার অভিযোগ, স্থানীয়ভাবে বিরোধ তৈরি করতেই এমন অভিযোগ করা হচ্ছে।

এদিকে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মাথার খুলি সরানোর তথ্য নিশ্চিত করে কুল্লা ইউনিয়নের বাড়িগাঁও ওয়ার্ডের ইউপি সদস্য মহর আলী বলেন, আমি সেখানে গিয়েছিলাম। বিষয়টি দেখেছি। দুই পক্ষের সঙ্গেই কথা বলেছি। আর সবার উদ্দেশ্যে বলেছি, যেই কাজটি করুক না কেনো, সে যাতে নিজেই মাথাগুলো আবারও সমাধিতে রেখে আসে।

এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) পাভেল মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপরস্থ কর্মকর্তারাও বিষয়টি অবগত রয়েছেন। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫