• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:৩৪:২১ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:৩৪:২১ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লালমোহনে সন্তানের বিরুদ্ধে মায়ের মামলা

৭ মার্চ ২০২৩ দুপুর ০২:০২:০১

লালমোহনে সন্তানের বিরুদ্ধে মায়ের মামলা

লালমোহন (ভোলা) প্রতিনিধি: বৃদ্ধ বয়সে ভরণপোষণ না দেওয়া ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে নিজের ছেলের বিরুদ্ধে মামলা করেছেন এক মা। ৬ মার্চ সোমবার রাতে লালমোহন থানায় এ মামলা দায়ের করেছেন রোকেয়া বেগম নামের এক বৃদ্ধা।

ঘটনাটি ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের। ওই ইউনিয়নের মঙ্গলসিকদার বাজারের তোফাজ্জল হাওলাদারের স্ত্রী তিনি। নিজের ছেলে মো. বাবুল হাওলাদারের বিরুদ্ধে মামলা করে ৬ মার্চ সোমবার রাতে লালমোহন প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের কাছেও অভিযোগ করেন বৃদ্ধা রোকেয়া বেগম।

তিনি বলেন, প্রায় দেড় যুগ আগে তার স্বামী মারা যান। স্বামীর রেখে যাওয়া সম্পদ ভোগ করছে একমাত্র ছেলে বাবুল হাওলাদার। তবে মায়ের কোনো ভরণপোষণ দেন না এবং ভরণপোষণের কথা বললে শারীরিকভাবে নির্যাতন করে সে। তিনি অসহায়ভাবে বসবাস করেন। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন তিনি। কোনো উপায় না পেয়ে থানায় আসেন। প্রশাসন তাকে ন্যায্য বিচার পাইয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ বিষয়ে ছেলে বাবুল হাওলাদারের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, রোকেয়া বেগম নামের এক বৃদ্ধা মা ভরণপোষণ না দেওয়ার অভিযোগ নিয়ে থানায় আসেন। সন্তানের বিচারের দাবিতে ভরণপোষণ আইনে একটি মামলা করেন তিনি। আমরা ছেলের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেব।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ড. ইউনূসকে যা বললেন নরেন্দ্র মোদি
৪ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫৯:২৫