আশরাফুল আলম, (ঠাকুরগাঁও) প্রতিনিধি: রাউতনগরের ব্যবসায়ী জাফর আলী ও তার লোকজনের হাতে লাঞ্ছিত হয়েছেন, ঠাকুরগাঁও জেলা হকার্স পার্টির আহবায়ক ও রাণীশংকৈল উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম।
ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার রাউতনগর এলাকার শিক্ষক মঈনউদ্দীন বিশ্বাসের মায়ের জানাজার অনুষ্ঠানে।
জানা গেছে, ৫ মার্চ রোববার রাউতনগরের ব্যবসায়ী জাফর আলী ও তার লোকজন লাঞ্ছিত করে সাবেক ইউপি সদস্যকে। এর প্রতিবাদে সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম ৬ মার্চ সোমবার বিকেলে পৌর শহরের সিমলা ইন্টারন্যাশনাল (লিঃ) অফিসে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ৫ মার্চ রোববার রাউতনগরে মঈনউদ্দীন বিশ্বাসের মায়ের জানাজা অনুষ্ঠানে আমি উপস্থিত হই। একই এলাকার ব্যবসায়ী জাফর আলী ও তার লোকজন বিনা কারণে আমাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। তারা উদ্দেশ্য মূলকভাবে আমাকে লাঞ্ছিত করে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। সিরাজুলের অভিযোগ সমর্থন করে মঈনউদ্দীন বিশ্বাসও বিচারের দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজন, সদস্য মাহবুব আলম প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available