ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে সন্তুষ্ট এনএসভি-টিউবেকটমি গ্রহীতা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল বুধবার দুপুরে জনপ্রতিনিধি ও সুবিধাভোগীদের অংশগ্রহণে কাশিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মাঠে এটি অনুষ্ঠিত হয়। যেীথভাবে এ কর্মশলার আয়োজন করে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম ও পরিবার পরিকল্পনা অধিদফতর। অবহিতকরণ কর্মশালাটির বাস্তবায়ন করে কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।
এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, পরিবার পরিকল্পনা রংপুর বিভাগের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, সহকারী পরিচালক ও ডিপিএম রফিকুল ইসলাম তালুকদার।
এছাড়া, কুড়িগ্রাম জেলা কনসালটেন্ট ডা. মনজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার প্রতিনিধি ডা. রোজিনা আক্তার, মেডিকেল অফিসার ফেরদৌসী খাতুনসহ আরও অনেক উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available