• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:২৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:২৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মণিরামপুরে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ১৬

১৮ এপ্রিল ২০২৪ সকাল ১০:০৫:২৮

মণিরামপুরে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ১৬

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের মণিরামপুরে ৩ পদে ১৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা এবং ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ১ম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ মে।

১৭ এপ্রিল বুধবার জ্যৈষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আনিছুর রহমান এ ঘোষণা করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মণিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

যাচাই-বাছাইয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী বর্তমান চেয়ারম্যান নাজমা খানম,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মো. ফারুক হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিকাঈল হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

ঋণ খেলাপির অভিযোগে আওয়ামী লীগ নেতা আমজাদ লাভলুর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে এবং আয়কর রিটার্নের মূল কাগজপত্র দাখিল না করায় জামায়াত নেতা ফজলুল হকের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্দ্বীপ ঘোষ, সাবেক খেদাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আব্দুল হক, শ্যামকুড় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ডিএম শরিফুল ইসলাম, মো. মঞ্জুর আক্তার, মো. ফরহাদ হোসেন ও মো. লিয়াকত আলীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আমেনা বেগম, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক মোছা. মাজেদা খাতুন, পৌর মহিলা যুবলীগের সভাপতি সুরাইয়া আক্তার ডেইজী, মাহবুবা ফেরাদৌস পাপিয়া, মোছা. জেসমিন ও মোছা. গুলবদনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জাহানারা ইয়াসমিনের  মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিটি।

উল্লেখ্য, আগামী ৮ মে ৬ষ্ঠ মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১৯ জন মনোনয়ন জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে ১৬ জনের মনোনয়ন বৈধতা ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫