• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৮:১৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৮:১৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটিতে দু’জনের প্রার্থিতা বাতিল

১৮ এপ্রিল ২০২৪ সকাল ১১:৫৬:২৫

রাঙামাটিতে দু’জনের প্রার্থিতা বাতিল

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে অনলাইনে আবেদনকারী ৩৭ জনের মধ্যে দু’জনের মনোনয়নপত্র বাতিল করে বাকি ৩৫ প্রার্থীর মনোনয়ন আবেদন বৈধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা নির্বাচন অফিস কর্তৃপক্ষ।

বাতিল হওয়া দুই প্রার্থী হলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. শাহাজাহান ও অপরজন জুরাছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী রন্টু চাকমা।

রাঙামাটির জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, প্রার্থিতা বাতিল হওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. শাহাজাহান জানিয়েছেন, তিনি এই বিষয়ে আপিল করবেন এবং তার প্রার্থিতা তিনি ফিরে পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে রাঙামাটির চার উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন আগ্রহী প্রার্থী মনোনয়নপত্র অনলাইনের মাধ্যমে দাখিল করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তফসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে বুধবার ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। পরদিন প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হবে। প্রথম ধাপের রাঙামাটির চার উপজেলাসহ সারা দেশের ১৫০টি উপজেলায় ভোটগ্রহণ হবে চলতি বছরের আগামী ৮ মে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫