• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৬:২২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৬:২২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালকিনিতে পুলিশের তাড়া খেয়ে বৃদ্ধের মৃত্যু

১৮ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:২০:৪০

কালকিনিতে পুলিশের তাড়া খেয়ে বৃদ্ধের মৃত্যু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে পুত্র বধূর করা মামলায় পুলিশের তাড়া খেয়ে মোতালেব ঘরামী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মোতালেব ঘরামী কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম মিনাজদী গ্রামের বাসিন্দা।

১৭ এপ্রিল বুধবার গভীর রাতে পুলিশ আসামিদের ধরতে মোতালেব ঘরামীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার তিন ছেলেকে পুলিশ আটক করলেও মোতালেব ঘরামী দৌড়ে পালিয়ে যায়। 

এরপর পশ্চিম মিনাজদী এলাকার গিয়াসউদ্দিন সরদারের বাড়ির সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। স্থানীয়দের ধারণা, তার তিন ছেলে গ্রেফতারের খবর শুনে পুলিশের হাত থেকে পালাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোতালেব ঘরামী মারা যেতে পারে।

পরে এলাকাবাসীর সহযোগিতায় মোতালেব ঘরামিকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আশা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, নিহতের ছেলে জুলহাস ঘরামীর স্ত্রী (পুত্রবধূ) ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের দক্ষিণ ভাউতলী এলাকার ছোরপান সরদারের মেয়ে জিয়াসমিন। পুত্রবধূ জিয়াসমিন মোতালেব ঘরামীসহ তার তিন ছেলেকে আসামি করে থানায় একটি নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হয়। এতে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোহরাফ ঘরামীকে বাড়িতে পাওয়া যায় নি। তবে পুলিশের ধাওয়া খেয়ে সোহরাব ঘরমীর মৃত্যু হয়েছে এটি সঠিক না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০