নোয়াখালী প্রতিনিধি: ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নোয়াখালীর বেগমগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল বৃহস্পতিবার বেগমগঞ্জ উপজেলা মুক্ত বিহঙ্গ চত্বরে এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌমুহনী পৌরসভার মেয়র আলহাজ্ব খালেদ সাইফুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তারা বিভিন্ন স্টলগুলো প্রদর্শন করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডাক্তার মোহাম্মদ শাহ পরানের সার্বিক তত্ত্বাবধানে ৩৫টি স্টলে খামারি গরু, ছাগল, হাঁস, মুরগি, পোল্ট্রি খামার, পাখি, কবুতর, মেডিসিন স্টলসহ বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হয়।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও বেগমগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে
উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিষ্ণু পাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তপন চন্দ্র মজুমদারসহ প্রশাসন বিভাগের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অনেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available