হিলি প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে ‘ঐতিহাসিক ৭ মার্চ’ জাতীয় দিবস পালন করা হয়েছে।
৭ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
এ সময় উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ করেন, বীর মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সমাজের নানা শ্রেণির মানুষ।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশীদ হারুন। তিনি ঐতিহাসিক ‘৭ মার্চে’র তাৎপর্য তুলে ধরেন। পরে শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন, হাকিমপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার শরিফুল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোকলেদা খাতুন, উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ সুলতানা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শ্যামল কুমার দাস,উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আরজেনা বেগম, ওসি আবু সায়েম মিয়া,ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available