নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ‘মাদকাসক্তি প্রতিরোধ মূলক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল বৃহস্পতিবার সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের গসপেল ব্যাপ্টিষ্ট চার্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম।
উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের সভাপতি রুহিদাশ রায়ের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন।
উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের সভাপতি রুহিদাশ রায় জানান, প্রকল্পের সুবিধাভোগী যুবরা এতে অংশ নেন। উঠতি বয়সীরা যাতে কোনোভাবে মাদকে আসক্ত না হতে পারে এজন্য সচেতনতা মূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এই সেমিনারের আয়োজন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available