মোহাম্মদ শফিক, জেলা প্রতিনিধি (কক্সবাজার) : আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের সহযোগিতায় ও বিশ্বব্যাংকের অর্থায়নে কক্সবাজার সদর হাসপাতালে অত্যাধুনিক প্যাথলজিক্যাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
৭ মার্চ বেলা ১২টার দিকে এ ল্যাবের উদ্বোধন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোমিনুর রহমান। এসময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তারা ছাড়াও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের প্রতিনিধিসহ বিশ্বব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে এ ল্যাব নির্মাণের মধ্য দিয়ে হাসপাতালটির স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এখন থেকে সরকারি এই হাসপাতালের রোগী ছাড়াও বাইরের রোগীরা কম খরচে এ ল্যাবে প্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীক্ষা করাতে পারবেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, নবনির্মিত এ ল্যাবে যুক্ত হয়েছে অত্যাধুনিক সেল কাউন্টার মেশিন, বায়োকেমিস্ট্রি মেশিন, হরমোন এনালাইজার মেশিনসহ আধুনিক পরীক্ষা-নিরীক্ষার প্রায় সব ধরনের যন্ত্রপাতি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available