কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার ৪টি ইউনিয়নের অধিকাংশ গ্রামে নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। টানা খরায় পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নলকূপে পানি না পাওয়ায় এলাকার বাসিন্দারা তীব্র পানির সংকটে পড়েছেন। পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ ও ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মকাণ্ডও ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা বলেন, পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণ চলমান খরা ও অনাবৃষ্টি। শিগগির বৃষ্টি না হলে পরিস্থিতির আরো অবনতি হবে বলে জানান তারা।
কালীগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের মধ্যে এ মাসে ভূগর্ভস্থ পানির স্তর ৫০-৬০ ফুট নিচে নেমে গেছে। উপজেলার বারোবাজার, রাখালগাছী, কাস্টভাঙ্গা, মালিয়াট ইউনিয়নের, ভূগর্ভস্থ পানি স্বাভাবিক স্তর থেকে ৫০-৬০ ফুট নিচে নেমে গেছে। যার কারণে এই পরিস্থিতির
সৃষ্টি হয়েছে।
বারোবাজার বেলাট গ্রামের সাবেক চেয়ারম্যান মাহাবুর রহমান রনজু জানান, আমারসহ গ্রামের বেশির ভাগ নলকূপে পানি উঠছে না। মোটরের মাধ্যমেও ঠিকমতো
পানি পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে এলাকার অধিকাংশ পরিবার বাড়ি থেকে বেশখানিক দূরের অন্য প্রতিবেশীর সাবমার্সিবল মোটর থেকে পানি এনে খাবার পানির চাহিদা মেটাচ্ছেন।
কালীগঞ্জ জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জেসমিন আরা বলেন, দিন দিন পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে আগের বসানো নলকূপগুলোতে এ মৌসুমে পানি উঠছে না। শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে গেলেও বৃষ্টি হলে ভূগর্ভের পানির স্তর উঠে আসে। সরকারিভাবে পাইপসহ যে নলকূপ দেওয়া হচ্ছে তাও সহজলভ্য নয়। তবু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের পক্ষ থেকে সাবমার্সিবল ও গভীর নলকূপ বরাদ্দ অনুসারে সরবরাহ করে যতটুকু সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available